শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রের রাস্তায় হাঁটা দীঘির। 'কাবুলিওয়ালা', 'এক টাকার বউ', 'চাচ্চু আমার চাচ্চু' সিনেমায় তার মিষ্টি হাসি ও দুর্দান্ত অভিনয় দর্শকদের মন কাড়ে। ভর কমিয়েছেন দীঘি। দুই মাসে ছয় কেজি ওজন কমিয়েছেন এই অভিনেত্রী। এই ব্যাপারে দীঘি গণমাধ্যমকে বলেন, গত দুই মাসের ডায়েট চার্টে ছয় কেজি কমিয়েছি। এভাবেই কাজ করছি। আর মাত্র দুই কেজি ভর কমাব। নিজেই অনুভব করেছি আমার ভর কমানো দরকার।
প্রার্থনা ফারদিন দীঘি ছোটবেলায় বাবার কাছে ময়না পাখির নাম ধরে ডাকার সংলাপ বলে দেশজুড়ে সাড়া ফেলেছিলেন। সেই সাড়া এতটাই ছিল যে নিজের প্রথম ‘কাবুলিওয়ালা’ সিনেমায় অভিনয় করে দীঘি জিতে নিয়েছিলেন সর্বশ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
দীর্ঘ ১৫ বছর পর সেই দীঘির নামের প্রথমে ‘নায়িকা’ তকমা লেগেছে গত সালের মার্চে। অব্যাহতি পেয়েছে তার অভিনীত ১ম সিনেমা ‘তুমি আছো তুমি নেই’। এর পর ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ শিরোনামে আরও ১টি সিনেমা পেয়েছে দীঘির।
সম্প্রতি উনি যশ রোহানের অপরপক্ষে 'ফেরা' ওয়েবফিল্মে চুক্তিবদ্ধ হয়েছেন। এই ফিল্মে কিশোর নির্মাতা সুমন ধরের পরিচালনায় দীঘির নায়ক রোহান।
এ ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক 'মুজিব: দ্য মেকিং অব এই নেশন'-এ বঙ্গমাতা ফজিলাতুন নেছার ছোটবেলার চরিত্রে দীঘি অভিনয় করেছেন।