Advertisement

``দক্ষিন কোরিয়া`` ফুটবলারের সঙ্গে প্রেমের গুঞ্জন কোরিয়ান নায়িকার!

 বছরটা দারুণ কাটছে কোরিয়ান অভিনেত্রী কিম গো-ইউনের। বছরের শেষ ভাগে এসে দক্ষিণ কোরিয়া জাতীয় দলের অধিনায়ক সোন হিউন-মিনের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে এ অভিনত্রীর এজেন্সি বিএইচ এন্টারটেইনমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, এই গুঞ্জন সত্যি নয়।

``দক্ষিন কোরিয়া`` ফুটবলারের সঙ্গে প্রেমের গুঞ্জন কোরিয়ান নায়িকার!

মূলত ইনস্টাগ্রাম থেকে তাঁদের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। ভক্তরা দাবি করছেন, ইনস্টাগ্রামে সোন হিউন–মিনের কথিত একটি প্রাইভেট অ্যাকাউন্ট অনুসরণ করেন কিম গো-ইউন। বিশ্বকাপের মধ্যে দক্ষিণ কোরিয়া ফুটবল দলের সমর্থনে বেশ কয়েকটি স্টোরি শেয়ার করেছেন কোরিয়ান নায়িকা কিম গো-ইউন। এ নিয়েই গুঞ্জন ডালপালা মেলতে থাকে।

বিষয়টি নিয়ে তুমুল আলোচনার মধ্যে কিম গো-ইউনের এজেন্সি জানিয়েছে, তাঁদের দুজনের কখনোই সাক্ষাৎ হয়নি। তিনি সব সময় কোরিয়া ফুটবল দলকে সমর্থন করেন। বিশেষ করে বিশ্বকাপের সময় এর মাত্রা আরও বেড়ে যায়।

ইনস্টাগ্রামের যে অ্যাকাউন্টটি কিম গো-ইউনের বলে প্রচার করা হয়েছে, সেটি আসলে তাঁর নয়; সেটি আরেক অভিনেত্রী জাং হুই রোয়াংয়ের। সেই অ্যাকাউন্টের একটি স্কিনশট প্রকাশ করে এ অভিনেত্রী লিখেছেন, ‘অ্যাকাউন্টটি আমার। অনুগ্রহ করে এটি হ্যাক করার চেষ্টা করবেন না।’

গতকাল বুধবার সিনেমা হলে মুক্তি পেয়েছে কিমের সিনেমা ‘হিরো’। কোরিয়ান ড্রামায় অভিনয় করে আলোচনায় আসা এ অভিনেত্রী ২০১২ সালে প্রথম সিনেমায় নাম লেখান। ‘চিজ ইন দ্য ট্রাপ’, ‘গার্ডিয়ান: দ্য লোনলি অ্যান্ড গ্রেট গড’, ‘দ্য কিং: ইটারন্যান মোনার্ক’, ‘ইউমি’স কল’, ‘লিটল উইমেন’সহ বেশ কয়েকটি কাজের জন্য পরিচিতি পেয়েছেন তিনি।

সূত্র : Entertainment Sports - বিনোদন খেলাধুলা !