বছরটা দারুণ কাটছে কোরিয়ান অভিনেত্রী কিম গো-ইউনের। বছরের শেষ ভাগে এসে দক্ষিণ কোরিয়া জাতীয় দলের অধিনায়ক সোন হিউন-মিনের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে এ অভিনত্রীর এজেন্সি বিএইচ এন্টারটেইনমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, এই গুঞ্জন সত্যি নয়।
মূলত ইনস্টাগ্রাম থেকে তাঁদের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। ভক্তরা দাবি করছেন, ইনস্টাগ্রামে সোন হিউন–মিনের কথিত একটি প্রাইভেট অ্যাকাউন্ট অনুসরণ করেন কিম গো-ইউন। বিশ্বকাপের মধ্যে দক্ষিণ কোরিয়া ফুটবল দলের সমর্থনে বেশ কয়েকটি স্টোরি শেয়ার করেছেন কোরিয়ান নায়িকা কিম গো-ইউন। এ নিয়েই গুঞ্জন ডালপালা মেলতে থাকে।
বিষয়টি নিয়ে তুমুল আলোচনার মধ্যে কিম গো-ইউনের এজেন্সি জানিয়েছে, তাঁদের দুজনের কখনোই সাক্ষাৎ হয়নি। তিনি সব সময় কোরিয়া ফুটবল দলকে সমর্থন করেন। বিশেষ করে বিশ্বকাপের সময় এর মাত্রা আরও বেড়ে যায়।
ইনস্টাগ্রামের যে অ্যাকাউন্টটি কিম গো-ইউনের বলে প্রচার করা হয়েছে, সেটি আসলে তাঁর নয়; সেটি আরেক অভিনেত্রী জাং হুই রোয়াংয়ের। সেই অ্যাকাউন্টের একটি স্কিনশট প্রকাশ করে এ অভিনেত্রী লিখেছেন, ‘অ্যাকাউন্টটি আমার। অনুগ্রহ করে এটি হ্যাক করার চেষ্টা করবেন না।’
গতকাল বুধবার সিনেমা হলে মুক্তি পেয়েছে কিমের সিনেমা ‘হিরো’। কোরিয়ান ড্রামায় অভিনয় করে আলোচনায় আসা এ অভিনেত্রী ২০১২ সালে প্রথম সিনেমায় নাম লেখান। ‘চিজ ইন দ্য ট্রাপ’, ‘গার্ডিয়ান: দ্য লোনলি অ্যান্ড গ্রেট গড’, ‘দ্য কিং: ইটারন্যান মোনার্ক’, ‘ইউমি’স কল’, ‘লিটল উইমেন’সহ বেশ কয়েকটি কাজের জন্য পরিচিতি পেয়েছেন তিনি।
সূত্র : Entertainment Sports - বিনোদন খেলাধুলা !