টিজার দিয়ে বিশ্বরেকর্ড গড়লো ভারতীয় একটি চলচ্চিত্র। টিজারটি প্রকাশের মাত্র তিন দিনেই ৭১ মিলিয়ন ভিউ ছাড়িয়ে নতুন বিশ্ব রেকর্ড করলো সাউথ ইন্ডিয়ান এই কন্নড় মুভি ‘মার্টিন’। প্রথম ২৪ ঘন্টায়ও বিশ্বব্যাপী সবচেয়ে বেশি ৬১ মিলিয়ন ভিউ নিয়ে নতুন রেকর্ড করে মার্টিন এর টিজার। এর আগে প্রথম ২৪ ঘন্টা ও তিন দিনের বিশ্বে সবচেয়ে বেশি ভিউ ছিল কেজিএফ ২ এর টিজারের।
ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেছে, প্যান ইন্ডিয়ান এই মুুভির টিজার মাথা ঘুড়িয়ে দিয়েছে বলিউডের
সাম্প্রতিক আলোচিত ছবি পাঠান এর ভক্তদের। তেমন কোন আগাম প্রোমোশন ছাড়াই মার্টিন এর হিন্দি ভাষায় প্রকাশ করা টিজারের দাপটের কাছে বলিউডের পাঠানের প্রভাবও অনেকটাই ফিকে হয়ে গেছে। দুুনিয়াজুড়ে ব্যাপক প্রোমোশনের পরেও যেখানে পাঠানের টিজারের তিন মাসের ভিউ ৭৫ মিলিয়ন, সেখানে মাত্র দুদিনেই ৭১ মিলিয়ন ভিউ ছাড়ায় মার্টিন এর টিজার! গেলো বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বেঙ্গালুরুর একটি প্রেক্ষাগৃহে এটির টিজার মুক্তি পাওয়ার পরপরই নেট দুনিয়ায় রীতিমতো ঝড় তুলেছে। বলা হচ্ছে, এর আগে এমন ঝড় দেখেনি কোন সিনেমা।
ইউটিউবে টি-সিরিজের লাহিড়ি মিউজিক চ্যানেলে মুক্তি দেওয়ার তিন দিনের মাথায় ৭১ মিলিয়ন ভিউ ছাড়িয়েছে টিজারটি। এটি পরিচালনা করেছেন এ পি অর্জুন। অ্যাকশনে ভরপুর এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অ্যাকশন প্রিন্সখ্যাত ধ্রুব সারজা, অন্বেশি জৈন, নিকিতিন ধীর, বৈভবী শান্ডিল্য প্রমুখ।
টিজার দেখে সিনেমাপ্রেমীরা এরই মধ্যে মন্তব্য করেছেন যে, কে জি এফ, কান্তারা মুভির পর সবচেয়ে বড় সিনেমা হতে চলেছে মার্টিন। এর কারণও অবশ্য জোরালো। রহস্য আর জাম্পকাটে ভরা টিজারের সবকটি দৃশ্যই রোমাঞ্চিত করেছে দর্শকদের। টিজারের প্রথম দৃশ্যেই দেখা যায়, একটি পাকিস্তানের কারাগার। এই সময় টিজারে ভয়েস ওভারে শোনা যাচ্ছে, একজন ভয়ংকর ভারতীয় হিংস্র বন্দির কথা। এরপরই মার্টিন এর জটিল দৃশ্যপট দর্শকদের মুহূর্তেই আকর্ষণ করেছে।
জানা গেছে, ছবিটি কন্নড় ভাষা ছাড়াও হিন্দি, তামিল, তেলেগু এবং মালায়ালাম ভাষায় মুক্তি পাবে। তবে চলতি বছর মুক্তির কথা জানালেও দর্শকদের জন্য ছবিটির প্রেক্ষাগৃহে মুক্তির তারিখ এখনো চূড়ান্ত হয়নি।