Advertisement

ক্লাসরুমের মধ্যে ছাত্র ও ছাত্রীর উদ্দাম ড্যান্স ভাইরাল

স্মার্টফোনের দৌলতে অধুনা প্রায় প্রতিটি মানুষের হাতের নাগালে চলে আগত সোশ্যাল মিডিয়া। এর মাধ্যমে কচিকাঁচা হতে শুরু করে ৮০ সালের বৃদ্ধ প্রত্যেকেই নিজেদের প্রতিভা তুলে ধরতে পারছে সকলের কাছে। এইজন্য দিন দিন সোশ্যাল মিডিয়ার মর্যাদা বেড়েই চলেছে।

ক্লাসরুমের মধ্যে ছাত্র ও ছাত্রীর উদ্দাম ড্যান্স ভাইরাল

বহু মানব টিভি এবং সংবাদপত্রের বিনিময়ে বেঁছে নিয়েছে সোশাল মিডিয়াকে। মানব নিজেদেরকে আপডেটেড রাখার একসাথে মনোরঞ্জন হিসেবেও সামাজিক মিডিয়াকে বেঁছে নিয়েছে। আর সোশাল মিডিয়ার অন্যতম জনপ্রিয় ১টি বিষয়বস্তু হল ভাইরাল ভিডিও।

সোশ্যাল মিডিয়ায় নানারকম সময়ে স্কুল ড্রেস পরে নাচতে পর্যাপ্ত মানুষকে নোটিশ যায়।  দুর্দান্ত নৃত্যশৈলীর পাবলিশ হয় বিভিন্ন রকম ইনস্টাগ্রাম রিলসে অথবা কখনও কখনও ইউটিউবের পর্দায়। এগুলি যেমন দেখতে মানব পছন্দ করে নির্ভুল সেরকমই এগুলোর মাধ্যমেই তৈরি হয় বিভিন্ন রকম বিতর্ক। যেমন সাম্পপ্রতিককালে সোশাল মিডিয়া জুড়ে তুমুল ভাইরাল হয়েছে এক শিষ্য এবং ছাত্রীর একটি নাচের ভিডিও।

ভাইরাল ভিডিওটিতে নোটিশ যাচ্ছে, বিদ্যালয়ে অধ্যায়ন ১টি ছেলে ও কুমারী নিজেদের ক্লাসরুমের ভেতর দারুণ ভঙ্গিমায় ডান্স পরিবেশনা করছে। আর তাঁদের চারদিকে ভিড় করে রয়েছে তাদের সহপাঠীরা।

জানা যায় ভিডিওটিতে ডান্স পরিবেশন করা ছেলেটির নাম মোহাম্মদ রিহান ও মেয়েটির নাম রুপা। জনপ্রিয় বাংলা সংগীত ‘ঢাকাই শাড়ি’-তে ক্লাসরুমের ভেতর ডান্স পরিবেশন করছিল তারা। আর আশেপাশের শিক্ষার্থীদের দেখে বোঝা যাচ্ছে যে তারা দারুন এনজয় করেছে সেই ছাত্র-ছাত্রীর নাচ।

যদিও ভিডিওটি বেশ পুরোনো। বছর তিনেক আগে ইউটিউবে এ ভিডিওটি আপলোড করা হয়। তা সত্ত্বেও নিউ করে সামনে আসতেই আবার ভিডিওটি ভাইরাল হয়ে পরে।